▪️দেশের অনেকে মদিনাতে লেখাপড়া করে এসে নামের সাথে লকব যুক্ত করে বরকতময় "মাদানি" শব্দটি। কিন্ত সে জামিয়া মাদানিয়া বারিধারায় পরে মাদানি লকব দিয়ে দেশের জনগণকে ধোঁকা দিচ্ছে। অনেকটা জাপানি আর চায়না প্রোডাক্টের মতন।
▪️পাকনা ছেলেটা বারিধারার বে-আদব কেন বললাম? শুনেন- তার ফারাগাতের বছর খতমে বোখারির অনুষ্ঠানে তার অর্ধশত উস্তাদদের সামনে তাকে বক্তৃতা করার জন্য দেয়া হয়। সে সকলের সামনে দেশের একজন মাঝ বয়সী বক্তাকে যেভাবে নাম ধরে তুলোধোনা করল এবং উস্তাদ ছাত্র সহ যেভাবে ঠিক বলে চিৎকার করে উঠল তা দেখে আশ্চর্য হলাম। তখনই ধারণা হল যে, এ প্রতিষ্ঠানে হয়ত আদাবুল এখতেলাফ কিতাবটি কেউ মুতালাআ করেনা।
▪️মাদরাসার খতমে বোখারীতে যদি এভাবে নিজেদের প্রোডাক্টকে পরিচয় করিয়ে দিতে পারে, তাহলে বে-আদব শব্দটি সে প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে বলাটা গর্বের। দোষের কিছু তো নয়।
▪️দাওরার বছরও রফিক বহু মাহফিল করেছে সারাদেশে। পড়ার সময় পেল কোথায়? পরীক্ষাটা কি দিয়েছিল? যদি দিয়ে থাকে তাহলে দয়া করে কোনো ভাই যদি সে বছরের বারিধারার রেজাল্ট সিটটি অনলাইন থেকে বের করে দিতেন তাহলে তার ইলমি মাকামটা আরো অনেক মজবুত হত। বিভিন্ন মাদরাসায় বোখারী পড়ানোরও অফার আসত। বয়ানের মত শিক্ষক জগতে সাড়া ফেলতে পারত। আমি কিন্ত আবার মুমতায তবকার না। জায়্যিদ তবকার। বাকিটা সাথীরা আরেকটু ভালো বলতে পারবে।
▪️পাকনা মাদানি সম্প্রতি যেভাবে ধর্ম উপদেষ্টাকে তুলোধোনা করল মন্দির ও বাইতুল মোকাররমের বিষয়কে সামনে রেখে তা দেখে আবার আশ্চর্য হলাম। মাহফিল আয়োজকরা কি এ বিষয়টি ছাড়া আর কোনো বিষয় কি দিতে পারতেননা?
▪️মন্দিরে যদি পাহারা দোষের হয় তাহলে মামু.ন সাহেবের কথাতে যে মূর্তি বানানোর উৎসাহ পেল সেটা কি দোষের ছিল না? প্রতিবাদের ভাষা তখন কোথায় ছিল? সামনে তো শীতের মৌসুম। বক্তাদের রাবেতা গ্যাং এর বিরুদ্ধ চলে যাবে! তাই বাচ্চা মামু.ন সাহেবের ব্যাপারে চুপচাপ।
▪️স্পষ্টভাবেই বলি, তার জেল খাটার বিষয়টি দ্বীনের সাথে সম্পর্কিত ছিলনা। রাজনীতির সাথে। আর অহেতুক ফেসবুক লাইভের কারণে।
▪️তাকে পাশে নিয়ে যারা প্রমোট করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে- তাকে একটু আদব শিক্ষা দিন। নচেৎ সমাজের লোকেরা বেশি ভালোনা। বে-আদবী করলে জায়গায় দাঁড়িয়ে চপাটাঘাত করার বদভ্যাস আছে তাদের। আম নাকি পরিপুষ্ট হওয়ার আগে পেকে গেলে ঝরে পরে।
▪️তার বডি সাইজ নিয়ে কেউ কটাক্ষ করবেননা। কবিরা গুনাহ হবে। এক্ষেত্রে রবকে ভয় করুন। শরীর গঠন তাঁর দান।
▪️তার পার্সোনাল আনন্দগুলোকে নিয়ে ট্রোল করবেন না। নদীতে গোসলের ভিডিও তে শরীয়ত বিরোধী কিছু নেই। তাই ট্রোল করে গুনাহ কামাই করবেন না।
▪️সিগারেট টানার ভিডিওটির ব্যাপারে তার কাছে জানতে চান। তার ব্যাখ্যা গ্রহণ করুন। জার্সি পরা ছবি ট্রোল করবেননা। কারন সেটা তার নাবালেগ অবস্থার।
▪️দোষ ধরলে শত্রু না ভেবে বন্ধু ভাবার মানসিকতা তৈরি করুন। অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ।
আবু মুহাম্মাদ রেজাউল করীম
Abu Muhammad Rejaul Karim
23.09.2024
0 Comments