সময় এসেছে ভারত নির্ভরতা কমানোর
ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ইন্ডিয়া এমন ভাব দেখাচ্ছে যেন ওদের দয়ায় আমরা খেয়ে পরে বেঁচে আছি। ইন্ডিয়ানদের মনে রাখতে হবে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।এটা তাদের কোন প্রদেশ বা কলনি না। এদেশের জনগণ কাকে সাপোর্ট করবে আর কাকে করবে না তার জবাব কি ইন্ডিয়া কে দিতে হবে? তারা যদি এমনটা প্রত্যাশা করে তাহলে উচিত ছিল বাংলাদেশের সাপোর্ট করা। আশ্চর্যের বিষয় হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ পাকিস্তান খেলা হয় অথচ তারা পাকিস্তানকে সাপোর্ট করে, নেদারল্যান্ড , আফগানিস্তান এককথায় তারা অধিকাংশই এন্টি বাংলাদেশের সাপোর্টার। তাহলে তারা কিভাবে বাংলাদেশ থেকে সাপোর্ট প্রত্যাশা করে??
তাদের চিরাচরিত উগ্র বাদী হিংস্র মনোভাবের প্রতিফলন আবারো লক্ষ্য করা যাচ্ছে। আইপিএল থেকে বাংলাদেশী খেলোয়াড়দের বাদ, ইন্ডিয়ার হোটেলে বাংলাদেশীদের বুকিং বাতিল খাদ্য রফতানি বন্ধ ইত্যাদি। এগুলো করলে ক্ষতি কাদের হবে???? বাংলাদেশের জন্য তাদের পর্যাটন শিল্প, সিনেমা,কলকাতার মার্কেট বেঁচে আছে এটা কি তারা ভুলে গেছে?? ৬লাখের বেশি ভারতীয় এদেশে চাকরি করে এবং তাদের রেমিট্যান্স এর একটা বড় অংশ (৪র্থ) এদেশ থেকে যায়।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা আমাদের খুব ছোট করে দেখে যেন তাদের দয়ায় আমরা বেঁচে আছি। এখন বাংলাদেশের জনগণের উচিৎ ইন্ডিয়াকে বয়কট করা। নতুন নতুন বাজার সৃষ্টি করা।ভারত নির্ভরতা না কমাতে পারলে নিকট ভবিষ্যতে তারা আমাদের একচেটিয়া কতৃত্ব প্রতিষ্ঠা করবে।
বিগত ৫২ বছরে আমাদের প্রতি তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ ছিল না। ফারাক্কা বাঁধ, তিস্তা চুক্তি,সিমান্ত হত্যা,অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। আন্তর্জাতিক ইস্যু যেমন রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইত্যাদি কখনো বাংলাদেশ তাদের পাশে পায়নি।
এখন আমাদের উচিত ইন্ডিয়ার বিকল্প খুঁজে বের করা।যেন ওদের ফাঁদে ওরা পড়ে।
© নয়ন চ্যাটার্জি
0 Comments