- এই লেখাটা পড়ে বুকে নাড়া দিল। এরপর ভাবলাম এই দেশ কার?
কাদের? যার বা যাদের ক্ষমতা আছে তাদের??
মোরশেদুর রহমান
আল্লাহর গজব পড়ুক। এ দেশে জন্মগ্রহণ করাও পাপ। গাড়ি চলবেনা ভেবে ফ্লাইট এর একদিন আগে বের হলাম। যাত্রাবাড়ী ব্রিজের নিচে আসা মাত্র গাড়ির গতিরোধ করে পুলিশের সোচ। কিছু বলার আগেই বল শিবির কিনা দেখ। পরে আমি বলছি আমি বাহিরে থাকি টিকেট পাসপোর্ট আছে। বলে টিকেট পাসপোর্ট থাকলে কি হবে। আচ্চা দে। দিলাম। আমার সাথে ১৫০ রিয়াল ছিলো। বলের এ ১৫০ রিয়াল যে নিচস পাসপোর্ট এ এন্ট্রি কেনো করালিনা। গাড়িতে উঠ। মামলা হবে। নাহয় ৫০ হাজার টাকা দে। আমি বলছি আমার কাছে টাকা নেই। পরে বলের কি করবি কর। নাহয় কাল বিদেশ যাওয়া লাগবেনা। আমি এক হাজার টাকা দেবো বলার পরে আমাকে বলের তুই ঘোষ দিতে চাইলি। তোর কাছে ঘোষ চাইচি। ৪০ হাজার দে ছেড়ে দেবো। পরে আমার হাতে থাকা ১০ হাজার টাকা নিয়ে গেছে। বিকাশের মাধ্যমে আরো ১০ হাজার দেওয়ার পরে আমার পাসপোর্ট টিকেট ফিরিয়ে দিচে। বিচার কার কাছে দিতাম।
0 Comments