Ticker

6/recent/Main-posts

Header Ads

জামায়াতের ভোট কখনো কোনো ইসলামী দল পায়নি


জামায়াতের ইসলাম

জামায়াত এমন একটা ইসলামী দল যাদের ভোট এই জীবনে কোনো ইসলামী দল পায়নি, আওয়ামীলীগ পেয়েছে বিএনপি পেয়েছে জাসদ-বাসদ রাম-বাম আধা নাস্তিক পুরা নাস্তিক পেয়েছে, প্রয়োজনে জামায়াত ইহুদি-খ্রিস্টান কে ভোট দিবে তবুও কোন ইসলামিক দলকে ভোট দিবে না 😭

কেনো বলছি? পড়ুন। বুঝুন। আজকের ঘটে যাওয়া এই ছোট্ট গল্পটা।

আজ আমার পরিচিত এক লোক, জামায়াতের রোকন ও জেলা পর্যায়ের নেতা খুব উল্লাসের সাথে আমাকে বলছিলো গাজীপুরে ঘড়িকে জিতিয়ে দিয়েছি এবং আরো বলছে.. এমন ভোট দিছি ঘড়ি না জিতে উপায় নাই।

আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ভাই এক নৌকাকে হারিয়ে আরেক নৌকাকে জিতালেন! তাতে এত আনন্দ উল্লাস করছেন? তিনি কথা না বাড়িয়ে চলে গেলেন।

আমি অনেকখন উনার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম আহ! উনিও একটা ইসলামী দলের নেতা!!

লিখেছেনঃ Nurullah Qasemi

তিনি আরো লিখেন, গাজীপুরের একটি সুনামধন্য কওমী মাদ্রাসার শায়খুল হাদীস, বিজ্ঞ আলিম আমার সাথীদের একজন, খুব কাছের প্রিয় বন্ধু। আজ সকালে সে আমাকে ফোনে আফসোস করে (চরমোনাই সম্পর্কে) কিছু কথা বললো, যা শুনে আমি হতবাক আমি হয়রান, পেরেশান হয়ে গেলাম, সে ফোন কেটে দিলেও অনেকক্ষণ আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। আর মনে মনে বলছিলাম কেয়ামত কী অতি নিকটে! 

ফোনে কী বলেছে সব বলবো না, সব বলার মত না আর সবার জানারও প্রয়োজন নেই। এগুলি কদর্য নোংরামি ছোটলোকি। সমাজ পরিবেশকে দূষিত করে। 

তবে এতটুকুই বলবো। গাজীপুরে "আলিম প্রার্থী"কে ঠেকাতে, আওয়ামীলীগ,বিএনপি,জামায়াত,অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সব ই-স-লা-মী দল ঐক্যবদ্ধ চেষ্টা করেছে,এবং সফলও হয়েছে। আফসোস শত আফসোস 

শুধু একটাই হিংসা থেকে যে ওরা যদি পাশ করে যায় তাইলে ওরা আরো উপরে উঠে যাবে। 
দিনশেষে তারা নৌকা আর হাতপাখাকে হারিয়ে আওয়ামীলীগকে বিজয় করেছে।

কেয়ামত অতি নিকটে কারণ "জাতির বিবেক" জ্ঞান করি যাদেরকে, তাদের মগজেই পচনধরেছে...

Post a Comment

0 Comments