Ticker

6/recent/Main-posts

Header Ads

বরিশাল সিটি নির্বাচন, নৌকার গলার কাঁটা

বরিশাল সিটিতে কী হতে পারে!

সম্ভবত বরিশাল সিটি নির্বাচন শেষ পর্যন্ত নৌকার জন্য ঝামেলাপূর্ণ একটা অংকের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


বরিশাল সিটি নির্বাচনের প্রস্তুতির সময় ব্যাপারটা নৌকার জন্য অতটা ক্লিয়ার কিংবা ঝামেলার ছিল না। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, নির্বাচনে বিএনপির প্রায়-অপরিহার্য প্রাসঙ্গিকতা নতুন অংক ও পরিস্থিতির জন্ম দিয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা-পূর্ব পরিস্থিতিতে মেয়র নির্বাচনে হাতপাখা-কে জিততে দিলে বিএনপি-মুক্ত জাতীয় নির্বাচনে হাতপাখার অংশগ্রহণটা সরকারের জন্য সহায়ক হতে পারত। সে হিসেবে বরিশালে নৌকা হেরে হাতপাখা জিতলেও ক্ষতি ছিল না। এখন সেই হিসাবটা নেই।

বরং গাজীপুরে হারার পরে বরিশালেও নৌকার অবস্থা 'খুব-ভালো' না। কিন্তু বরিশালেও হেরে গেলে দলের মনোবল, সমর্থন ও পরিস্থিতি আরো দুর্বল হবে। এবং একইসঙ্গে নৌকা হেরে হাতপাখা জিতলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণজনিত সম্ভাবনার বিশেষ কোনো ফায়দা/প্রয়োজনীয়তা ততটা এখন নেই।

অপরদিকে কারচুপি করে হাতপাখাকে হারিয়ে দিলে জাতীয় নির্বাচনে বিএনপি বলয়ের (সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার) বিরোধী জোট আরো শক্ত হবে, একটু হয়তো বড়ও হবে। এটা একটা নতুন মুশকিল, এবং বরিশাল সিটি নির্বাচনে সরকারি তরফে নতুন অংক-জটিলতা।

এ অংক তারা কীভাবে মেলাবেন এটা তাদের ব্যাপার। কিন্তু কারচুপির পথে গেলে সেটা আরো বড় বিপর্যয়ের ক্ষেত্র তৈরি করবে, সন্দেহ নেই। বরিশাল সিটিতে ভোটের দিন হাতপাখার কর্মী-সমর্থকরা সক্রিয় ও সতর্ক থাকলে সম্ভবত নিজেদের ভোটেই জিততে পারবে; কারো দয়া-ছাড় লাগবে না।

বরিশাল সিটি নির্বাচনে নৌকা জিতলেও মুশকিল, হারলেও মুশকিল। হাতপাখা জিতলেও জয়, হারলেও জয়; যদি সেই হার তাদেরকে জাতীয় নির্বাচন স্বাধীনভাবে অনুষ্ঠানের দাবির দিকে ঠেলে দেয়।

বরিশাল সিটিতে হাতপাখার সৈয়দ ফয়জুল করীম সাহেব প্রচার-প্রচারণায় সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। দূর থেকে তার বিজয়ের দোয়া করছি।

লিখেছেন : শরিফ মুহাম্মদ

Post a Comment

0 Comments